রাঙ্গুনিয়ায় আন্তঃ স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সম্পন্ন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৭ জানুয়ারি, ২০২৩ at ৯:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

রাঙ্গনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, শিক্ষক মোসলেম উদ্দিন, আনন্দ বড়ুয়া, মুক্তি সাধন বড়ুয়া প্রমুখ। প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে এসব ইভেন্টে বিজয়ী ১১৪জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি ক্রিকেটাররা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার জিয়ানগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন