রাঙ্গুনিয়ায় আইকনিক স্পোর্টস জোনের যাত্রা শুরু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’ নামে একটি ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ধামাইরহাট বাজার সংলগ্ন এলাকায় এই স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মাঠটির অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ইসমাইল হোসেন নয়ন জানান ফিফা অনুমোদিত টার্ফ দিয়ে নির্মিত এ মাঠে বছর জুড়েই ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলার সুযোগ থাকবে। এছাড়া ইনডোরে বিলিয়ার্ড খেলারও ব্যবস্থা করার কথা রয়েছে। উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচীনে কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি
পরবর্তী নিবন্ধআইসিএবি সিআরসি’র সিএ অ্যালামনাই ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন