রাঙ্গুনিয়ায় আ. লীগ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ২৪

মামুনুল হক কাণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ কর্মী মো. মুহিবুল্লাহকে (৫৪) খুনের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী। তিনি বলেন, সর্বশেষ গত শুক্রবার রাতে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ ঘেরাওয়ের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি-জামায়াত ও হেফাজত নেতাকর্মীরা।
সে সময় স্থানীয় যুবলীগ নেতা আবদুল জব্বার, দিলদার আজম লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মুহিবুল্লাহকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে আহত অবস্থায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় মুহিবুল্লাহকে। সেখানে ৬ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় দুটি মামলা হয়েছে রাঙ্গুনিয়া থানায়। মামলা দুটিতে ৬৪ জন বিএনপি-জামায়াত ও হেফাজতের সমর্থক এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহেফাজত কোনোভাবেই ছাড় পাবে না: মোজাম্মেল হক
পরবর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ওষুধ ও জেলিযুক্ত চিংড়ি বিক্রি