রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসানের নির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার নারিচ্ছায় ২টি, রাজারহাট ও পদুয়ার একটি করে পয়েন্টে অভিযান চালানো হয়। এতে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযানে অংশ নেন পদুয়া ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা এন্তেজার উদ্দিন, ভূমি উপসহকারী কর্মকর্তা নাঈম মাহমুদ, অফিস সহায়ক আব্দুল জব্বার। স্থানীয় প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও নদী ভাঙন রোধে বালু উত্তোলন নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ শিল্প বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচনে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে
পরবর্তী নিবন্ধঘাসফুলের বারো হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ