রাঙ্গুনিয়ায় অপহৃত প্রবাসী রাঙামাটিতে উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া থেকে অপহৃত প্রবাসী মো. হারুন সিকদারকে (৪৯) অক্ষত অবস্থায় রাঙ্গামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরণের সাথে জড়িতরা পালিয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রাঙ্গামাটি সদর থানা পুলিশের সহযোগিতায় অপহৃত হারুন শিকদারকে রাঙ্গামাটি জেলা শহরের কাঁঠালতলি এলাকা থেকে উদ্ধার করে রাঙ্গুনিয়া নিয়ে আসা হয়। এ ব্যাপারে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, তাকে রাঙামাটি থেকে উদ্ধার করি। এরপর রাঙ্গুনিয়ায় নিয়ে আসি। অপহৃত হারুনকে রেখে পালিয়ে যাওয়ায় অপহরণকারী কাউকে ধরা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, তারা অপহৃত ব্যক্তিকে রেখে পালিয়ে গিয়েছে। যার কারণে ধরা সম্ভব হয়নি।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব সরফভাটা সিকদার পাড়ার বাসিন্দা আমিন শরীফের ছেলে দুবাই প্রবাসী হারুন সিকদার।
নিখোঁজ হারুনের পিতা আমিন শরিফ জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পরই পরিবারের কাছে মোবাইল ফোনে ‘তারা আমাকে মেরে ফেলবে’ হারুনের কণ্ঠে এমন ভয়েস ম্যাসেজ আসে। এরপর তারা মধ্যরাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। হারুনকে ফিরে পেতে তার পরিবারের লোকজন বুধবার সকালে দুটি মোবাইল নম্বরে ৫০ হাজার টাকা মুক্তিপণও দেন। এরপরও তাকে ছাড়েনি দুর্বৃত্তরা। উল্টো তারা আরও টাকার জন্য চাপাচাপি এবং অন্যথায় অপহৃতের প্রাণনাশের হুমকি দিতে থাকে। অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় এসে অপহৃত হারুনকে উদ্ধারে সমর্থ হলো পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদর্শনার্থীতে মুখর পর্যটন কেন্দ্র
পরবর্তী নিবন্ধলতিরাজে স্বাবলম্বী শতাধিক কৃষক