রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গ্রেপ্তার আব্দুল মালেক (৫৪) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর এলাকার আব্দুল ছাত্তার প্রকাশ টুইন্নার ছেলে। র‌্যাব৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্‌ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মোগলেরহাট বাজার এলাকায় অবস্থান করছেএমন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকেলে অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে দুই সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলালদিঘী পাড়ের আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৯