রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। গত শুক্রবার সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলী চৌধুরী, জসীম উদ্দিন, এনায়েতুর রহিম, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম সুজন , মো. ইউসুফ, শহীদুল্লাহ্ চৌধুরী, ইউপি সদস্য দিদারুল আলম, সাইফুদ্দীন আজম, জামাল উদ্দিন, মো. সাইফু, মো. হাছান প্রমুখ।
উল্লেখ্য বৃহস্পতিবার উপজেলার সরফভাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় অগ্নিকান্ডে ১২ টি ঘর পুড়ে যায়।