রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হাজী সৈয়দ আলী সড়ক। সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ইট-বালি দিয়ে জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়েছে। স্থায়ী সংস্কারের জন্য প্রকল্প নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের হাজী সৈয়দ আলী সড়কের গোডাউন থেকে শিলক-কোদালা সংযোগ সড়ক পর্যন্ত ৬ কিলোমিটার অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘ফ্লাড’ প্রকল্পে এটি অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে টিকাদার নিয়োগে জটিলতার কারণে সংস্কার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গোডাউন থেকে সড়কের কালিন্দীরানী অংশ পর্যন্ত ইট-বালি দিয়ে জরুরি সংস্কার করা হয়েছে। সড়কের বড় বড় ক্ষত অংশগুলো ভরাট করে গাড়ি চলাচলের উপযোগী হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাতায়াতকারীরা।
উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সড়কটি সংস্কারে ‘ফ্লাড’ প্রকল্পে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর আওতায় গোডাউন ব্রীজ থেকে ৬ কিলোমিটার সড়কে ইতোপূর্বে ২৫ মিলির পরিবর্তে ৪০ মিলি ড্যান্স কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হবে।
সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা যেখানে নেই এরকম ৪০০ মিটার অংশে আরসিসি ঢালাই করা হবে। এসব স্থানে বেহাল কালভার্টগুলোও পুনঃনির্মাণ করা হবে। আনুমানিক ৫ কোটি টাকা ব্যয়ে এসব কাজ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।