রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া রেঞ্জের আয়োজনে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় দুধপুকুরিয়া ও কমলাছড়ি বিটের বন নির্ভরশীল ১৫৪ জন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বুধবার সুখবিলাস বন বিশ্রামাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বন বিভাগের (সদর) সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান মো.আবু জাফর, খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম,
দুধপুকুরিয়া বিট কর্মকর্তা কাজী নয়ন ইসলাম, কমলাছড়ি বিট কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমুখ। খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, দুধপুকুরিয়া ও কমলাছড়ি এলাকার বননির্ভরশীল ১৫৪ জনের প্রতিজনকে ২৫ হাজার ২০০ টাকার চেক দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে ৫০০ জনসহ এই দুই বিটের মোট ৬০০ জনকে একইভাবে চেক দেয়া হবে। চেক পাওয়া উপকারভোগীরা প্রাপ্ত চেকের অর্থের ৭০ ভাগও যদি সঠিকভাবে ব্যবহার করেন তবে তাদের প্রত্যেকে আরও ১৬ হাজার ৮০০ টাকা করে পাবে। একইভাবে সম্পূর্ণ রেঞ্জের ১৪০০ মানুষ একইভাবে চেক পাবেন বলে তিনি জানান।












