বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, রাঙ্গুনিয়া হচ্ছে ইসলামী আন্দোলনের ঐতিহ্যবাহী ভূমি। অতীতে রাঙ্গুনিয়ার জনগণ নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। তাই রাঙ্গুনিয়ার প্রত্যেক মানুষকে এখন নতুন করে জেগে উঠতে হবে। রাঙ্গুনিয়ার জনগণের ঐক্য ও শক্তি যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে জাতীয় পর্যায়ে পরিবর্তনের ধারা সৃষ্টি করা সম্ভব হবে। বাংলাদেশের রাজনীতিতে আজ একটি নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। জনগণ আজ অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই জাগরণকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীলের ভূমিকা রাখতে হবে।
রাঙ্গুনিয়া নাগরিক ফোরামের উদ্যোগে মহানগরে অবস্থানরত রাঙ্গুনিয়ার নাগরিকদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গতকাল সোমবার তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, ডা. এ টি এম রেজাউল করিম। প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আজকের তরুণ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও সুশাসনের পথে এগিয়ে আনতে হবে।
ইসলাম ও স্বাধীনতার পক্ষের শক্তিকে সুসংগঠিত করে এই দেশকে ন্যায়, সত্য ও আদর্শের পথে পরিচালিত করতে হবে।
বক্তব্য দেন আব্দুল কুদ্দুস ও মুহাম্মদ ইউনুস। রাঙ্গুনিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য দেন ডা. জিতু দাশ গুপ্ত। নাগরিক ফোরামের পক্ষ থেকে বক্তব্য দেন মুহাম্মদ রাশেদ তালুকদার। উদ্বোধনী বক্তব্য দেন, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ। শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথি ও অংশগ্রহণকারীরা। প্রেস বিজ্ঞপ্তি।












