রাঙ্গুনিয়ার ডিসি সড়ক ৩০ ফুট প্রশস্তের দাবি

পৃথক দুই স্থানে একযোগে মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরগাবতল ডিসি সড়কটি ৩০ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মোগলের হাট বাজার ও আলমশাহপাড়া এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মরিয়মনগরগাবতল ডিসি সড়কটি রাঙ্গুনিয়ার ৭ ইউনিয়নের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। এই সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি এই সড়কটি অন্তত ৩০ ফুট প্রশস্ত করে আধুনিক মানে নির্মাণ করা হোক।

সকালে মোগলের হাট বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসাইন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। মো. বখতিয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যক্ষ আমিরুজ্জামান, সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, উত্তর রাঙ্গুনিয়া সড়ক আন্দোলনের সভাপতি নুরুল আলম সওদাগর, মো. ইলিয়াস, বক্কর মেম্বার, খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ। অন্যদিকে আলমশাহপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনজুরুল ইসলাম ও ইলিয়াস কাঞ্চন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে কমরেড ফরহাদ আমাদের প্রেরণা