রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলার রায় মঙ্গলবার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় আলোচিত জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলার রায় তিন দফা পেছানোর পর দেয়া হবে আগামী ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার।

চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালতে এ রায় ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বলেন, “মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশনা ছিল। এ মামলায় ২৫ জনের মধ্যে ২৩ জন স্বাক্ষী আদালতে তাদের সাক্ষ্য দিয়েছেন। একদিকে পূর্ণাঙ্গ রায় লেখা না হওয়া এবং অন্যদিকে চুলচেরা বিশ্লেষণ করেই তারপর রায় ঘোষণা করার জন্যই হয়ত তারিখ পেছানো হয়েছে। আমারা মঙ্গলবার আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা করছি।”

নিহত জিল্লুর ভাণ্ডারির অসুস্থ বৃদ্ধ মা আনোয়ারা বেগম বলেন, “আমার ছেলেকে খুবই নির্মমভাবে ক্ষতবিক্ষত করে তারপর গুলি করে কষ্ট দিয়ে মেরেছে খুনিরা। তাদের যেন ফাঁসি দেওয়া হয় এবং তা যেন দেখে যেতে পারি।”

জিল্লুর ভাণ্ডারির স্ত্রী শাহানুর আক্তার বলেন, “দীর্ঘ ৭ বছর স্বামী হত্যার বিচারের প্রত্যাশায় দিন কাটিয়েছি। আমার অবুঝ সন্তানদের যারা পিতাহারা করেছে, আমাকে করেছে বিধবা সেই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেখতে আমারা অপেক্ষার প্রহর গুনছি।”

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রাণীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভাণ্ডারিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আলোচিত মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

আসামিদের মধ্যে প্রধান আসামি শহীদুল ইসলাম খোকন, জাহাঙ্গীর ও রমিজ উদ্দিন রঞ্জু কারাগারে।

অন্যদের মধ্যে ইসমাইল, জসিম, কামাল, আবুু, তোতাইয়া, নাছির ও সুমন এই ৭ জন পলাতক এবং আজিম, নাজিম ও শাহাব উদ্দিন এই তিনজন জামিনে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধআদালত থেকে পালিয়ে মোটরসাইকেলসহ গ্রেফতার