রাঙ্গুনিয়ার কোদালা মাদ্রাসার বার্ষিক সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী আল মাদ্রাসাতুল আজিজিয়া কাছেমুল উলুম কোদালা মাদ্রাসার বার্ষিক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদ্রাসা থেকে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। তাদের মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থীদের দাতব্য সংগঠন আবনায়ে কোদালা ওলামা সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনছুর, সেলিম উল্লাহ, হাফেজ ইয়াকুব প্রমুখ। সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মুফতি আবদুল কাদের।

প্রধান অতিথি ছিলেন ঢালকানগর দরবারের পীর মাওলানা আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন ফরিদ উদ্দিন আল মোবারক, আকতার হোসেন, সিবগাতুল্লাহ নূর, মাওলানা এমদাদ, আজিজুল হক আল মাদানী প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, কোদালা মাদ্রাসায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে দেয়া পুরস্কারের পাশাপাশি আবনায়ে কোদালা ওলামা সংস্থার পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয় এছাড়া সভা সফল করতে সংগঠনের পক্ষ থেকে গরু, ছাগল, ফ্রিজসহ সবমিলিয়ে আড়াই লাখ টাকার অনুদান দেয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার সভা, মানবিক, সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে নিয়মিত দানঅনুদান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বিএলএস ও এসিএলএস প্রশিক্ষণ রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে’
পরবর্তী নিবন্ধআসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি