রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতীয় সংগীত ও ক্রীড়া শপথ বাক্য পাঠ, মশাল জ্বালিয়ে মাঠ প্রদক্ষিণ শেষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কান্তি দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিজন দাশ গুপ্ত, কাজী আবুল কাশেম, আবুল কালাম চৌধুরী, মিথুন দাশ গুপ্ত, খুরশিদ আলম চৌধুরী, রোজি আকতার, আবদুল আলম, শাহ আলম, টিটু দাশ, উজ্জ্বল বড়ুয়া, সাখাওয়াত হোসেন প্রমুখ।