রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী গতকাল শনিবার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমী। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সচিব করিম উদ্দিন নূরী।বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট শামশুল আলম, মাদ্রাসা গভার্নিং বডির সদস্য অধ্যাপক মুহাম্মদ গোফরান, অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়বী, উপধ্যক্ষ ড. আব্দুল হামিদ। নেজাম উদ্দিন নূরী, করিম উদ্দিন হাছান ও মুফতি সাইফুল ইসলাম আলকাদেরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক তিমির পদ বড়ুয়া, হেলাল উদ্দিন, মো. শহিদুল্লাহ, তপন কুমার দত্ত, ইমাম উদ্দিন, শওকত হোসেন, আব্দুল হাকিম, সফিউল আজম সিরাজী, মুহাম্মদ কালু শাহ, মুজিবুল হক, শওকত আলী নুর, আব্দুল মান্নান আশরাফী, আবদুল খালেক, সিরাজ উদ্দিন, আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ নজরুল ইসলাম আলকাদেরী, ওবায়দুল হক হক্কানী, এরশাদুর রহমান, আবুল মোকাররম নঈমী, মঈন উদ্দীন হাসান, আহমদ রেজা, নাছির উদ্দীন কাদেরী, রবিউল হোসেন, আবুল কালাম, ইলিয়াছ মামুন, জানে আলম, অ্যাডভোকেট ইকবাল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রাক্তন ছাত্র পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সৈয়্যদ ওবাইদুল মোস্তফা নঈমীকে সভাপতি, হারুন ফারুক নঈমীকে সাধারণ সম্পাদক এবং করিম উদ্দিন হাছানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।












