রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

রাঙ্গুনিয়া ও হাটহাজারী প্রতিনিধি  | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. সুফিয়ান সিদ্দিকী প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এদিকে, হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। স্বাস্থ্য কমপ্লেঙ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুদ্দীন মজুমদার, শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আশরাফুল আলম সিরাজী, থানার ওসি (তদন্ত) নূরুল আলম প্রমুখ। ডাঃ মাসুদ এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাহিদা বিন ইব্রাহিম।

পূর্ববর্তী নিবন্ধইনানী সৈকতে মস্তকবিহীন ব্যক্তির লাশ
পরবর্তী নিবন্ধচুয়েটে স্যানিটেশন অভিযোজন বিষয়ক কর্মশালা