চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনের মধ্যে ১৪ আসনের সীমানা অপরিবর্তিত রয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) আসনের আংশিক সীমানা পরির্বতন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল নির্বাচন কমিশন সারাদেশের ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে–চট্টগ্রাম–১ (মীরসরাই উপজেলা)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–২ (ফটিকছড়ি উপজেলা)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ উপজেলা)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ড)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–৫ (হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–৬ (রাউজান উপজেলা)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসন। এই আসনের সীমানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড পর্যন্ত। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি।
চট্টগ্রাম–১০ (পাহাড়তলী– হালিশহর– খুলশী– পাঁচলাইশ) আসন। এই আসনের সীমানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ০৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ড পর্যন্ত। এই আসনের সীমানারও কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা–সদরঘাট) আসন। এই আসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড পর্যন্ত। এই আসনের সীমানারও কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–১২ (পটিয়া উপজেলা) আসনের সীমানারও কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–১৩ (আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা)। এই আসনেরও সীমানার কোনো পরিবর্তন হয়নি।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন, কালিয়াইশ ইউনিয়ন বাজালিয়া ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন, পুরানগড় ইউনিয়ন ও খাগরিয়া ইউনিয়ন)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি। চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া উপজেলা এবং কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড় ও খাগরিয়া ইউনিয়ন ব্যতীত সাতকানিয়া উপজেলা)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী উপজেলা)। এই আসনের সীমানার কোনো পরিবর্তন হয়নি।
দুই আসনের সীমানায় পরিবর্তন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সীমানা পরিবর্তনের মধ্যে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসন দুটির সীমানা পরিবর্তন করা হয়েছে।
চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া উপজেলা)। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসনের সাথে বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়ন যুক্ত ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নতুন সীমানা নির্ধারণে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া উপজেলা) আসন থেকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নকে বাদ দিয়ে চট্টগ্রাম–৮ (বোয়ালখালী উপজেলা) আসনের সাথে যুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম–৮ (বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড) আসন।
গতকাল দেশের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ (তিনশত) আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।