চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা এর এ ও বি জোন এর খেলা গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোমরা উচ্চ বিদ্যালয় ও শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান। দুটি ভেন্যুতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশিষ কুমার দে, শিক্ষানুরাগী ফরিদ আহমেদ, মো. শাহজাহান সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, সদস্য ইকবাল আহমেদ বেলাল। প্রতিযোগিতার ‘এ’ জোনে চ্যাম্পিয়ন হয়েছে বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নিলয় চৌধুরী, রানার্সআপ সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর দারুল ইসলাম রাহাত। ‘বি’ জোনে চ্যাস্পিয়ন হয়েছে পোমরা উচ্চ বিদ্যালয়ের মেহেরাব আজিজ আকিব, রানার্স আপ বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসার ইবতিসাম ফাইয়াজ।