রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি প্রফেসর সুমঙ্গল মুৎসুদ্দী। সংবর্ধিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, প্রসেনজিত তালুকদার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সদস্য মো. জাফর ছালেক সিকদার, আনোয়ারুল করিম সিকদার, অভিভাবক প্রতিনিধি ইকবাল শাহ্‌ চৌধুরী, শিক্ষক মোসলেম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। প্রথম দিন বুধবার প্রতিযোগিতা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগে আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালককে ৫ মাসের সাজা