রাঙ্গুনিয়ার সরফভাটা স্কুলে আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ মে, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি কাজী ইরফানুল হক। সংবর্ধিত অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক আরিফুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আবদুস সালাম, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ শওকত হোসাইন, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এম করিম উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের মজলিসুল মোদাসসিরিন মাওলানা ইছমাইল হোসাইন, গ্রিন মডেল স্কুলের সভাপতি সরোয়ার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সমিতির সভাপতি আবদুল গফুর, সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন, রোটারী বেতাগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ, সরফভাটা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকতার হোসেন, নুরুল আবছার মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম আহ্বায়ক আদনান রাফি, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ নেওয়াজ চৌধুরী, শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য নাজিম উদ্দীন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুল মান্নান শাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাল বাঁশখালী ঋষিধামে অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব মহোৎসব শুরু
পরবর্তী নিবন্ধইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি আসতে পারে