রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিদ্যালয় প্রাঙ্গনে গত রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফরিদ আহমদ। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক বাবু আশীষ কুমার দে। বিশেষ অতিথি ছিলেন শিলক ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন চৌধুরী,আবদুল মোতালেব মেম্বার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, গাজী মো. আইয়ুব, মো. হাবিব, শিক্ষক প্রতিনিধি কামাল উদ্দিন মাস্টার প্রমুখ।