রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামিকে ৬ মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আবিদ হাসান রকি (২৭)। সে উপজেলার মধ্যম সরফভাটা কোরবান আলী সওদাগরের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মরিয়মনগর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীকে অপহরণ করে। মধ্যাহ্ন বিরতিতে বাড়ি গিয়ে স্কুলে ফেরার পথে অভিযুক্ত রকির নেতৃত্বে কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজি অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। চট্টগ্রাম শহরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করা হয়। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িত চারজন বখাটেকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছিল।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। কিন্তু মূল অভিযুক্ত আসামি রকি দীর্ঘ ৬ মাস আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়। গতকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।











