রাঙ্গুনিয়ায় বেড়েই চলেছে চুরির ঘটনা। প্রায় প্রতিরাতেই উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এভাবে দীর্ঘদিন চলে এলেও এখনো একজন চোরকেও ধরতে পারেনি পুলিশ।
সর্বশেষ গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পোমরা ইউনিয়নের ছাইনীপাড়া গ্রামে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল গ্রামের কালারাজা বাড়ির মোহাম্মদ রহিম বক্সের ঘরে ঢুকে সাড়ে ৪ ভরি স্বর্ণ, ৪টি স্মার্টফোন, নগদ টাকাসহ ঘরের মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এর আগে গত সোমবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের ওয়াকিল আহমদ চেয়ারম্যান বাড়ির উঠান থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়।
এ ঘটনায় চালক আবদুল বারেক ও মো. মোস্তফা বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় পৃথক দুটি জিডি করলেও এখনো হদিস পাননি চুরি যাওয়া গাড়ি দুটির।
জানা যায়, পুরো উপজেলাজুড়ে চুরি ছিনতাই বেড়েছে। এমনকি রাঙ্গুনিয়া থানার আশপাশের দোকানগুলোতেও ঘটেছে একাধিক চুরির ঘটনা। চুরির অনেক দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও অধরা থেকে যাচ্ছে চোরচক্র। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, চুরির ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে চুরির মালামাল ক্রয়ের পয়েন্ট বিভিন্ন ভাঙারির ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। রাত ১২টার পর কোন দোকান যাতে খোলা না থাকে এবং বিভিন্ন বাজারের নাইট গার্ডদের দায়িত্ব পালনের ব্যাপারে আরও সতর্ক করাসহ সর্বোপরি পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এছাড়া চোরচক্রকে ধরতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।