রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যায় আরও একজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন (৪২) খুন হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম মো. পারভেজ (৩০)। সে মামলার ১৩নং এজাহারনামীয় আসামি এবং উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে।

রবিবার (১৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এর আগে, শনিবার(১৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ফরিদ আহাম্মদ।

উল্লেখ্য, এর আগে ২ ডিসেম্বর রাতে মো. ওসমান গণি (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ।

জানা যায়, গত ৩০ নভেম্বর সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

ঘটনার তিনদিন পর ৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার পর পরই আমারা একজনকে গ্রেপ্তার করেছিলাম। এবার আরেকজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
পরবর্তী নিবন্ধমুক্তিপণে বাড়ি ফিরলো রোহিঙ্গাসহ ৬ জেলে