রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ২ শিশু হলো স্থানীয় সুবেদার বাড়ি এলাকার সৌদিয়া প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান () ও একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ ()। থানার ওসি ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম জানান, শিশু দুটি সবসময় একসাথে খেলাধুলা করতো। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নামলে সবার অগোচরে তারা তলিয়ে যায়। পাশের এক গৃহবধূ পুকুরে নামলে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ভারতীয় গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট