রাঙ্গুনিয়ায় পাহাড় কাটায় একজনকে কারাদণ্ড স্কেভেটর ও ডাম্পার জব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৩৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ পাহাড় কেটে ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে এক ব্যক্তিকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় পাহাড় কাটার দুটি স্কেকেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়। গত ১৬ মে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান অভিযানে নেতৃত্ব দেন এবং এই দন্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হাসান (৪০)। তিনি রাউজান উপজেলার গহিরা এলাকার আবদুল হালিমের ছেলে। গতকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করার সময় জানতে পারে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড মঘাছড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় অবৈধভাবে পাহাড় কাটায় জড়িত চক্রের ১ সদস্যকে আটক করা হয়।অভিযানকালে ঘটনাস্থল থেকে ২টি স্কেকেভেটর এবং ১টি ডাম্পার জব্দ করা হয়। পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাৎক্ষণিকভাবে স্কেকেভেটর দুটি ভেঙ্গে অচল করে ফেলা হয়। আটককৃত ব্যক্তিকে ৭দিনের কারাদণ্ড এবং ডাম্পারটি যথাযথ আইনানুগ প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ বাঁশখালীতে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব মহোৎসব শুরু
পরবর্তী নিবন্ধমূল সড়কে তিনটি বৈদ্যুতিক খুঁটি রেখে হচ্ছে প্রশস্ত