রাঙ্গুনিয়ায় দিনমজুরকে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মো. রাসেল (২৫) নামে এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তবে কি কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে মুখ খুলছেন না স্থানীয়রা। এ ঘটনায় কিছু জানাতে পারেননি পুলিশ। তবে ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন। মোবারক আলী টিলা এলাকায় বৃহস্পতিবার বিকালে একদল সন্ত্রাসী তাকে প্রকাশ্যে একাধিক গুলি করে এবং কুপিয়ে হত্যা করে পাশের ধানি জমিতে ফেলে চলে যায়। এসময় সন্ত্রাসীরা তার বাম হাতের ৫টি আঙ্গুল কেটে নিয়ে গেছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার শরীরে একাধিক শর্টগানের গুলির চিহ্ন এবং একাধিক ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে জখম করার ক্ষত রয়েছে। তবে ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকলেও কেউ ভয়ে মুখ খুলছে না। লাশটি উদ্ধার করা হয়েছে, এটির ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি আরও অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে ফেল করায় কিশোরের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধফলাফলে নগরের সরকারি স্কুলগুলোর অবস্থান