রাঙ্গুনিয়ায় তিন ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় পাহাড় ও কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত এবং ভাটা পরিচালনার প্রস্তুতি নেয়ার দায়ে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে মেসার্স দিদার মিয়া কোং ব্রিকস, মেসার্স খাজা আজমীর ব্রিকস ও মেসার্স মা ব্রিকস ম্যানুফেকচারার্স। এরমধ্যে মেসার্স মা ব্রিকস ম্যানুফেকচারার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মুজাহিদুর রহমান আজাদীকে বলেন, রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান ছিল। এতে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫() ও ১৫ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ চিটাগাং চেম্বারে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বসতঘর থেকে স্বর্ণসহ নগদ টাকা চুরি