রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন, র‌্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে মৎস্য এক র‌্যালি শেষে উপজেলা কমপ্লেক্সের পুকুরে মৎস্য পোণা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চিশতি। বিশেষ অতিথি ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম, প্রকৌশলী মো. দিদারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী।

মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবায়দুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, মো. নূর উল্লাহ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, ডা. এসএম আবুল ফজল, পুরস্কার প্রাপ্ত খামারী আসিফুল করিম সাব্বু, রুনু সরকার, মো. গিয়াস উদ্দিন প্রমুখ। শেষে তিনজন মৎস্য খামারীকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মৎস্য সপ্তাহ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।

পূর্ববর্তী নিবন্ধশোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতাকে স্মরণ
পরবর্তী নিবন্ধজাতীয় মৎস্য সপ্তাহে খাগড়াছড়িতে আলোচনা সভা