রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন ছাত্রসেনার উদ্যোগে ছাত্রসমাবেশ ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ইউনিয়নের লোকমান চেয়ারম্যান মাঠে এই কর্মসূচী করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রসেনা মরিয়মনগর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ রিয়াজুল ইসলাম রাকিব। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সচিব মুহাম্মদ রবিউল ইসলাম রাকিব এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মরিয়ম নগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবু তৈয়ব, আবদুর রহিম সওদাগর, মাওলানা আবদুর রহিম, মুহাম্মদ রহমত উল্লাহ, নুরুল ইসলাম আহমেদ, মুহাম্মদ আনোয়ার হোসেন, আজিম উদ্দিন আহমেদ, আলী আকবর, আবদুস সালাম সুমন, তারেকুল ইসলাম, আবু তৈয়ব, শহিদুল ইসলাম রনি, রবিউল মোস্তফা রাফি, জোবায়েত হোসেন, কায়সার হামিদ, মুবিনুর রহমান, ইমাম উদ্দীন, ইমন হোসেন, তৌহিদ হোসেন, বোরহান রেজা, কাইয়ুম উদ্দীন, তৌহিদুল ইসলাম সাকিব প্রমুখ। ছাত্রসমাবেশ শেষে নাত মাহফিল ও সুফি কালামের আসর অনুষ্ঠিত হয়।