রাঙ্গুনিয়া কারিতাস কার্যালয়ে সিএমএলআরপি প্রকল্পের আওতায় কৃষি ও অকৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুদান ও গম বীজ বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্মসূচি কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শারমিন আকতার, কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হক, কারিতাস এরিয়া ম্যানেজার বিজন কান্তি দে, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, গৌরি ভট্টাচার্য্য, ছাইথোয়াই মারমা, প্রিয়তোষ তংচংগ্যা, মো. নাছির উদ্দিন প্রমুখ। শেষে ৮৮ জনকে ৩ লাখ ৮ হাজার টাকা, প্রতিবন্ধী ১০ জনকে ৫০ হাজার টাকা ও ২০ জন কৃষককে ৮ কেজি করে গম বীজ বিতরণ করা হয়।