রাঙ্গুনিয়া উপজেলার লালানগর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও পবিত্র মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়েছে। গত শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মীর মাহমুদুল হক জুনায়েদ। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী এম. এন. আলম। প্রধান বক্তা ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. শাহ আলম। শিক্ষক দিদারুল আলম‘র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালক ইলিয়াস কোম্পানি, মাওলানা নুরুউল্লাহ, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, কাজী মো. আলমগীর, জসিম উদ্দিন, মীর জুবাইদুল ইসলাম রনি প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।