রাঙ্গুনিয়ায় হত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণর করেছে রাঙ্গুনিয়া মানবিক ফাউন্ডেশন। সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার উপজেলার রেইনবো গ্রামার স্কুল হলরুমে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে রোগীদের ফ্রি ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রবিউল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাস্টার আব্বাস আলী চৌধুরী মুন্না। উপস্থিত ছিলেন বেতাগী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক কাইসার আত্তারী, ডা. মুহাম্মদ সাকিব, ডা. তোফাজ্জল হোসেন, মুহাম্মদ আবু তৈয়ব ও সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ। শেষে সারাবছর গরীব ও দুঃস্থ মানুষের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করায় মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা থেকে মানবিক ফাউন্ডেশনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান ডা: সৈয়দ রবিউল হোসেন বলেন, আমাদের দেশী ও প্রবাসী সদস্যরা মহৎ উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের কাজের পরিধিও আরো বাড়বে।আমাদের একমাত্র উদ্দেশ্য মানবিক সেবার মাধ্যমে আল্লাহ ও তার রাসুলুল্লাহর সন্তুষ্টি অর্জন। শেষে দুস্থ অসহায়দের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।