রাঙ্গুনিয়া মজুমদারখীল স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খাঁন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী দীপেন সাহা। শিক্ষক আনন্দ কুমার বড়ুয়া ও জহির আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জহিরুল আলম, মানিক সাহা, মোহাম্মদ ইউছুফ, দেবপ্রসাদ দে, সরবালা দে, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে অতিথিরা শিক্ষার্থীদের উদ্যোগে করা হাউজ পরিদর্শন করেন। প্রতিটি হাউজে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি হরেক রকমের দেশীয় পিঠা, মিষ্টান্নসহ নানান রকমের হাতের তৈরি কারুকাজ করে হাউজকে সজ্জিত করে।

শুরুতে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, অতিথিদের অভিবাদন প্রদান ও বরণ অনুষ্ঠান শেষে শুরু হয় শিক্ষার্থীদের পরিবেশনা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ম্যারাথনে মনিরউল্লাহ্‌র সাফল্য
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আহমদ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু