রাঙ্গুনিয়া পৌরসভার ৪৩ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার ২০২৩২৪ অর্থবছরের ৪৩ কোটি ১৭ লাখ ৩১ হাজার ৫০৮.৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে মেয়র মো. শাহজাহান সিকদার এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন তহবিল খাতে। এ খাতে ৩৭ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সাধারণ সংস্থাপন খাতে। যেই খাতে ব্যয় করা হবে ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও শিক্ষা, বৃক্ষরোপন ও রক্ষাণাবেক্ষণ, কর আদায়, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী, সামাজিক, খেলাধূলা, সাংস্কৃতিক ও অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়। এসব কার্যক্রম বাস্তবায়ন করতে সরকার হতে উন্নয়ন খাতে বরাদ্দ মঞ্জুরি ধরা হয়েছে সাড়ে ৩১ কোটি ২৩ লাখ ২৫ হাজার ৮৭ টাকা। বাকি টাকা আয় ধরা হয়েছে ট্যাঙ, রেইটস, ফিস ও অন্যান্য খাত থেকে। পৌরসভার প্রধান নির্বাহী মো. আল হেলালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র জালাল উদ্দীন, জিগারুল ইসলাম জিগার, মাসুদ নাসির, আকাশ আহমেদ, মোহাম্মদ ইলিয়াছ তালুকদার,কাউন্সিলর নুরুল আবছার জসিম, জসিম উদ্দিন শাহ, আবুল কাশেম, নজরুল ইসলাম, অলি আহাম্মদ মাস্টার, তারেকুল ইসলাম চৌধুরী, কফিল উদ্দিন সিকদার, ওমর ফারুক, ইয়াছমিন আক্তার, দিলু আক্তার, প্রকৌশলী এস এম জমির উদ্দীন, আলী মো. এরশাদ প্রমুখ। মেয়র বলেন, প্রস্তাবিত বাজেট দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় বসবাসকারী জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ, পৌর পুলিশ গঠন, যাত্রী চাউনি, আধুনিক পৌর সুপার মার্কেট, ডাস্টবিন ও আধুনিক কসাইখানা নির্মাণ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন, কোভিড১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট গ্রহণসহ পৌরসভাকে আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার জন্য ২০ বছর মেয়াদী মাস্টার প্ল্যানের কাজ সম্পন্ন হতে চলেছে। তিনি বলেন, রাঙ্গুনিয়া পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নীত হওয়ার পর বিশ্ব ব্যাংক কুয়েত ফান্ড প্রকল্প থেকে ২০ কোটি টাকার প্রস্তাব অনুমোদন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অস্ত্রসহ দুই জন আটক
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়