রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানায় ওরশ মাহফিল

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া দরবারে বেতাগি আস্তানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইমামুল আউলিয়া পীরে দস্তগীর আল্লামা হাফেজ বজলুর রহমান (রহ) এবং তাঁর পিতা শাহসূফি হযরত রাহাত আলী শাহের (রহ.) ১১৪তম বার্ষিক ওরশ ১৪ আগস্ট রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরিফে অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী এতেকাফ শেষে শেষ দিনের মাহফিলে সভাপতিত্ব করেন আস্তানা শরিফের সাজ্জাদানশীন বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার সভাপতি আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (.জি.)। তিনি বলেন, সুন্নিয়ত শরিয়ত তরিকতের খেদমতে এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অনন্য অবদান রাখেন আল্লামা হাফেজ বজলুর রহমান (রহ)। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। ওরশ উপলক্ষে কার্যক্রমের মধ্যে ছিল ৩ দিনব্যাপী এতেকাফ, খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে সুরা ইখলাছ শরীফ, খতমে সুরা মুজাম্মেল শরীফ, খতমে ইউনুছ শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে খাজেগান শরীফ, জিকির শরীফ, মিলাদ মাহফিল এবং আলোচনা সভা, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ। শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর জীবন, কার্যক্রম, সাংগঠনিক ও সুন্নিয়ত প্রতিষ্ঠায় তাঁর অবদান সম্পর্কে আলোচনা করেন দরবারের মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমদ, শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচান্দ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মাওলানা জামালুদ্দিন আশরাফী, শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, মাওলানা আবদুন নূর সিদ্দিকী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা মুফতী আলী আকবর, মুহাম্মদ শাহজাহান খান, মুহাম্মদ এনামুল হক ছিদ্দীকি, .এফ.এম মুহাম্মদুর রহমান, শাহজাদা গোলাম আলী, শাহজাদা শফিকুর রহমান, শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা আবদুস সালাম, মাওলানা জসিম উদ্দিন আবেদী, শামসুল আরেফীন, মাওলানা মুফতী আলীআকবর, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা হাবিবুর হরমান ফারুক, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মাওলানা হাফিজুর রহমান রুমী, মাওলানা আবু জাফর, মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, মাওলানা হাফেজ আবদুল হাই, শাহজাদা মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী মুহাম্মাদ জামালুদ্দীন
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবী ছাত্র সমাজের মাঝে খাবার বিতরণ