রাঙ্গামাটিতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন ১১৬ জন শিল্পী

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে রাঙ্গামাটি জেলার শিল্পী,কলাকুশলীদের অনুকূলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।খবর বাসস’র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ মামুন। উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আরিফুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে রাঙ্গামাটির প্রায় ১১৬জন শিল্পী ও কলাকুূশলীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান বাবদ ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাকপুরায় মাওলানা রশীদ আহমদ (রহ.) স্মরণে মাহফিল
পরবর্তী নিবন্ধপশ্চিম বাকলিয়া ওয়ার্ডে সুধী সমাবেশ