রাঙামাটির লংগদুতে নুরুন নবী (৬৮) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন কৃষক।
আজ রবিবার (১১ অক্টোবর) ভোরে মাইনীমুখ ইউনিয়নের মোহাম্মদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানায়, কেন কী কারণে তিনি আত্মহত্যা করেছেন আমরা জানি না। পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, কলহ নেই। তিনি অত্যন্ত সোজা-সরল মানুষ। তাছাড়া কারো সাথে শত্রুতাও নেই। রবিবার ভোরের কোনো এক সময় ঘর থেকে বের হয়ে বায়তুশ শরফ জামে মসজিদের কবরস্থানে গিয়ে গাছের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে লংগদু থানার পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর জানান, বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারো সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।