রাঙামাটির সাজেকে ইউপিডিএফ’র ৪ সহযোগী আটক

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ’র ৪ সহযোগীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
গতকাল শনিবার (২৬ ডিসেম্বর) রাতে সাজেকের মেলাছড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বিনয় চাকমা (৪৩), বিজয় চাকমা স্মৃতি (৪২), বিকাশ চাকমা বাইট্যা (৩৫) এবং উনিল চন্দ্র চাকমা (৬০)।
এসময় আটককৃতদের তল্লাশি করে ২টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড এলজি’র এ্যামুনিশন, ৩টি চাঁদার রশিদ বই, ৪টি মোবাইল ফোন, ২টি প্রতিষ্ঠাবার্ষিকীর
ব্যানার, ১ সেট ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটির বার্তা এবং ২,১১৪ টাকা পাওয়া যায়।
নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদে জানা যায় যে ২৬ ডিসেম্বর রাঙামাটি জেলার সাজেক থানাধীন মেলাছড়া পাড়া এলাকায় ইউপিডিএফ
(মূল) দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধকল্পে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণএলাকার বিভিন্ন স্থানে বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৬ তারিখে সাজেক থানাধীন ছদুকিছড়া এলাকায় শহীদ লে. মুশফিক আর্মি ক্যাম্পের চেকপোস্ট কর্তৃক তল্লাশি কার্যক্রম চলাকালীন ২টি মোটরসাইকেল তল্লাশি করে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে এবং আটককৃত সন্ত্রাসীদেরকে উদ্ধারকৃত দ্রব্যাদিসহ সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাজেক থানার এসআই নাঈমুল জানান, অস্ত্রসহ আটককৃতদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীঘ্রই তাদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধনগর বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ