রাঙামাটির ৭নং লংগদু সদর ইউনিয়নের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে বিক্রম চাকমা বলি টেলিফোন প্রতীকে ৩৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী রতন কুমার চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮৭৯ ভোট।
গত ২৭ ফেব্রুয়ারি এ ইউনিয়নের চেয়ারম্যান পুলিন মিত্র চাকমা আদু মারা যাবার পর শূন্য আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন পাঁচজন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জমির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।