রাঙামাটির রিজার্ভ বাজারে দোকান ভেঙে খাদে

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৯:০২ অপরাহ্ণ

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে ৫টি দোকান ঘর রাস্তার পাশ থেকে ভেঙে খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) সকালে রিজার্ভ বাজার আব্দুল আলী একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ধসে পড়েছে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
করোনাভাইরাসের কারণে লকডাউন চলায় দোকান বন্ধ থাকায় কোনো প্রাণহানি না ঘটলেও দোকানের প্রায় ৩০ লক্ষ টাকার বেশী মালামালের ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বিকট শব্দে দোকানগুলো পড়ে যায়।
কয়েকদিনের ভারী বর্ষণে দোকানের মাটি সরে যাচ্ছে দেখে দোকানদাররা সরে যায়। এছাড়া লকডাউনের কারণে দোকানিরাও দেরিতে দোকানে আসে। তাই দোকানে কেউ না থাকায় প্রাণহানি থেকে রক্ষা পাওয়া যায়।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
দোকানের ভাড়টিয়ারা জানান, ২০১৭ সালের পাহাড় ধসের সময় দোকানে সামনের দিকে ফাটল ধরে এবং দোকানগুলোও জরাজীর্ণ হয়ে যায়। দোকানের মালিককে দীর্ঘদিন ধরে তারা সংস্কারের জন্য বললেও তিনি সংস্কার করেননি যদিও তারা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন।
তারা বলেন, গতকাল রাতে কিছু মাটি সরে যেতে দেখে আমরা দোকানে কেউ ছিলাম না। সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে আমরা পুষিয়ে উঠবো তা নিয়ে চিন্তায় আছি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন বলেন, “সকাল ১০টার দিকে আমাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫টি দোকান ধসে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসে দেখি এখানে কেউ হতাহত হয়নি। গত কয়েক দিনের বর্ষণের ফলে দোকানের নিচের মাটি নরম হয়ে যাওয়ায় গতকাল সন্ধ্যার পর থেকে কিছু কিছু মাটি সরে যাচ্ছে বলে তারা জানায়। সেজন্য দোকানে সকালে কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “সকালে খবর পেয়েছি ৫টি দোকান ভেঙে পড়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি। যে দোকানগুলো পড়ে গেছে তার উপরের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ। বর্তমানে আমরা রিজার্ভ বাজার এলাকায় কোনো ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছি। ঘটনাস্থলে আমরা কয়েকজন পুলিশ সদস্যকে দায়িত্বে রেখে দিয়েছি।”
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় ও জেলা ত্রাণ কর্মকর্তা মো. রোকরুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় নতুন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা
পরবর্তী নিবন্ধরাউজানে সদ্যজাত সন্তান পাশে না পেয়ে মানসিক প্রতিবন্দ্বী মায়ের আহাজারি