রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অফিসে আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সামাজিক টেকসই উন্নয়ন প্রকল্পের অফিস পুরোটাই পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণের জন্য সাধারণ জনগণ এগিয়ে আসলেও পানির অভাবে তা নেভানো সম্ভব হয়নি। এতে প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুনের সূত্রপাত বিদ্যুৎ শটসার্কিট থেকে।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বাঘাইছড়ি উপজেলা প্রকল্প ব্যবস্থাপক বীর বিক্রম চাকমা বলেন, “সরকারি ছুটির কারণে সবাই বাড়িতে থাকায় হঠাৎ আগুনের খবর পেয়ে এসে দেখি আমাদের অফিসের সব আসবাবপত্র, সকল নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় ৪০ লক্ষ টাকা।”