রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামী আটক

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৩:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও তপন জ্যোতি চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) ওরফে বর্মা হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মিন্টু চাকমা চাকমাকে (৩৯) অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক করেছে যৌথবাহিনী।
আজ শুক্রবার (৭ মে) রাত ২টায় যৌথবাহিনীর অভিযানে তাকে নিজ বাসা থেকে আটক করা হয়। সে রাঙামাটির ইউপিডিএফ-এর সক্রিয় সদস্য।
নানিয়ারচর পুলিশ সূত্রে জানা গেছে, আটক মিন্টু চাকমা নানিয়ারচর উপজেলার বেতছড়ির ১৮ মাইল এলাকার পদ্ম মোহন চাকমার ছেলে। সে চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রপের একজন সক্রিয় সদস্য।
ঘটনাস্থল থেকে তার কাছ থেকে একটি এলপি পিস্তল,২ রাউন্ড কার্তুজ, একটি নোটবুক ও ৫টি মোবাইল ফোন সিম উদ্ধার করা হয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মধ্য রাতে আসামীকে নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর কাছে রহমত কামনা
পরবর্তী নিবন্ধহেফাজত নেতা নোমান ফয়েজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা