কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি করতে এবং হ্রদে কার্প জাতীয় মাছের আধিক্য বাড়ানোর জন্য মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে বিএফডিসির ফিশারীঘাটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. আবদুল লতিফ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি), রাঙামাটির ব্যবস্থাপক লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম । রাঙামাটি কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনের পাশাপাশি কার্প জাতীয় মাঝের উৎপদান বৃদ্ধির লক্ষে রাঙামাটি বিএফডিসি’র নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত ৫০ মেট্রিক টন মাছের পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে। গতকাল ২ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।