রাঙামাটির কাউখালী উপজেলায় তিনটি অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বেতবুনিয়া ও কলমপতি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান।
তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অমান্য করায় বেতবুনিয়া ইউনিয়নে এএমবি ব্রিকস, এটিএম ব্রিকস ও কলমপতি ইউনিয়নের মেসার্স এমএনসি ব্রিকসে অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে ইটভাটার চুল্লি ও কাঁচা ইট ধ্বংস করে ইটভাটাগুলো সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিনুল ইসলামসহ স্থানীয় পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।












