রাঙামাটিতে সুজন ও মহিলা পরিষদের যৌথ মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙামাটি জেলা কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সুজনের রাঙামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, সুজন নেতা ইন্দ্রদত্ত তালুকদার, ইসমত আরা বেবী, মহিলা পরিষদ নেত্রী মিনারা বেগম, শাহেদা আক্তারসহ আরও অনেকে। শামীম আরা বেগম বলেন, আমরা বার বার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি। কিন্তু ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না। বেশির ভাগ দোষী আইনের বাইরে। আমাদের মাবোনেরা ঘরেবাইরে কোথাও নিরাপদে নেই। সৌদি আরবে যেভাবে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হতো, আমাদের দেশেও যদি ধর্ষককে সেভাবে শাস্তির আওতায় আনা হতো তাহলে নারীদের ধর্ষণ করতে কেউ সাহস পেত না। এভাবে দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের নারী সমাজ পিছিয়ে যাবে। এ সময় মানববন্ধন থেকে ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা গ্রহণ, প্রতিটি নির্যাতনের তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং নারী নিযাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধপাটি বুনে চলে ওদের সংসার