রাঙামাটিতে সাত দিনব্যাপী বিজু মেলা শুরু

পাহাড়ে উৎসবের আমেজ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজুসাংগ্রাইবৈসুকবিষুবিহু উৎসবকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিজু মেলা। গত বৃহস্পতিবার বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা। এরপরে শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন। আলোচনা সভা শেষে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়াসহ অন্যান্য জনগোষ্ঠীর শিল্পীদের নিয়ে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশ করা হয়। মেলা ৯ এগ্রিল পর্যন্ত চলবে। এবারের মেলায় পাহাড়িদের বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও অলংকার নিয়ে মোট ১৮০টি স্টল সাজানো হয়েছে। আগামী ১২১৪ এপ্রিল শুরু হবে এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা। এই তিন দিনব্যাপী শুরু হতে যাওয়া উৎসবকে ঘিরে তিন পার্বত্য জেলায় পাড়ায়মহল্লায় উৎসবের আমেজ বইছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিরল প্রজাতির পেঁচা উদ্ধার, পরে অবমুক্ত
পরবর্তী নিবন্ধতিন হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার