রাঙামাটিতে সমপ্রীতি সমাবেশ আমরা সেইফ এক্সিট চাই না : ধর্ম উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা সেইফ এক্সিট চাইনা। স্বাভাবিক এক্সিট নিয়ে সুষ্ঠু নির্বাচন পরবর্তীতে দেশেই থাকতে চাই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের শতভাগ প্রস্তুতি আছে। নির্বাচন সুষ্ঠু নিরেপক্ষ ও অংশগ্রহণমূলক হবে। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের কাছে দায়িত্বভার হস্তান্তর করব। এতে সাংবাধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।

গতকাল শনিবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব সাদেক হোসেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান মুজিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমির আব্দুল আলীম, জেলা এনসিপির যুগ্মসমন্বয়কারী শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, মনোবল বৃদ্ধির লক্ষ্যে সমপ্রীতির কোনো বিকল্প নেই। রাঙামাটিতে ওলামা পরিষদের ঐক্য বিশেষভাবে প্রয়োজন। বিভেদ কমিয়ে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে একত্রে কাজ করতে হবে। রাঙামাটি একটি বৈচিত্র্যময় সমাজ ১৪টি জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই জেলার শ্রেণি বা জাতিগত বিভেদ যদি দূর না হয়, তাহলে এই বৈচিত্র্যই হানাহানিতে রূপ নিতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী শাহ আমানত (র:) সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন