রাঙামাটিতে শিক্ষার্থীদের লাঠি ও ঝাড়ু মিছিল

রাঙামাটি প্রতিনিধি  | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ত্রিপুরা ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে রাঙামাটির কুতুকছড়িতে লাঠি ও ঝাড়ু মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত ২৫ জুলাই রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি নির্বাণপুর বন বিহারের ফটক থেকে লাঠি ও ঝাড়ু মিছিল শুরু হয়। পরে মিছিলটি রাঙামাটিখাগড়াছড়ি সড়ক হয়ে কুতুকছড়ি বাজার ঘুরে বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়ের গেইটে এসে সমাবেশ করে। একি চাকমার সভাপতিত্বে ও মৈত্রী চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী কেতু চাকমা ও ইতি চাকমা।

তারা বলেন, গত ২৭ জুন খাগড়াছড়ি ভাইবোনছড়াই ছয়জন বাঙালি কর্তৃক ১৪ বছরের এক ত্রিপুরা স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়।

এ ঘটনা পাহাড়ে নতুন কিছু নয়। পার্বত্য চট্টগ্রামে বিচারহীনতার কারণে এরকম জঘন্য ঘটনা অহরহ দেখা যায়। পাহাড়ি নারীরা বর্তমানে নিজ বাড়িতে, রাস্তাঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়।এসময় বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের সকল নারী ধর্ষণের সুষ্ঠু বিচার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজা প্রদানের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ত্রিপুরা কল্যাণ ফোরামের ৯ম বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু