সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর তত্ত্বাবধানে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ রাঙ্গামাটি ইউনিট কমিটির ব্যবস্থাপনায় বেতবুনিয়ায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ১০টা থেকে বেতবুনিয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সহযোগিতায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা, সদর উপজেলা, কাউখালী উপজেলার শাখাসমূহের আয়োজনে এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের ভালো কাজ, ভালো চিন্তা, মহৎ উদ্দ্যোগ মানবজাতির কল্যাণ বয়ে আনতে পারে। এরূপ একটি কল্যাণকর কাজ হলো রক্তদান। স্বেচ্ছায় রক্তদানে অন্য মানুষের মূল্যবান প্রাণ রক্ষা পায় এবং নিজের জীবনও ঝুঁকিমুক্ত থাকে।
রক্তদানের ব্যাপারে ইসলাম ধর্মেও কোনো বিধি–নিষেধ নেই। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ষা করে, তবে যেন সে সমস্ত মানুষকে রক্ষা করলো। বর্তমান দেশের পরিস্থিতি এবং বন্যায় ক্ষতিগ্রস্তের কারণে থেলাসেমিয়া এবং ক্যান্সার রোগীরা রক্তের সংকটে আছে। এই সংকট নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ৪১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ফাতেমা বেগম রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মিসবাহ উদ্দীন, প্রোগ্রাম অর্গানাইজার মো. জসিম উদ্দীন, মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের কেন্দ্রীয় সভাপতি ডা. মো. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহেল চৌধুরী, দারুত তায়ালিম সম্পাদক ইউনুস মিয়া এবং রাঙ্গামাটি জেলা কমিটি, সদর উপজেলা ও কাউখালি উপজেলা কমিটি ও তার আওতায় শাখাসমূহ এবং ব্লাড ডোনার্স রাঙ্গামাটি ইউনিট কমিটির সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।